মানচিত্রে দেওপাড়া
মধুপুর গড় অঞ্চলের লাল-মৃত্তিকার উচ্চভূমির নিদর্শন ঘাটাইল থানা অঞ্চলের পূর্বপাশ অর্থা্ৎ সন্ধানপুর, দেওপাড়া এবং ধলাপাড়া ইউনিয়নের কোন কোন অংশে এখনো বিদ্যমান। ... ঈশ্বর দাশকে) জিজ্ঞাসা করেছিলেন যে, মরিচা থেকে (কালিহাতী থানার একটি গ্রাম) দেওপাড়া (ঘাটাইল থানার ইউনিয়ন) হয়ে পাবনার শাহজাদপুরগামী খেয়া চলাচল করে কিনা? ১২৫২ সালে প্রকাশিত ফরাসী মানচিত্রে গঙ্গার দুটি ধারা ও ১৪১৫ সালে কৃত্তিবাসের পূর্ব পরুষদের বসতিস্থান ছোট গঙ্গা ও টলেবি খৃঃ পূঃ ১৫০ এ গঙ্গার ৫ টি ধারা ...মানচিত্রে বাংলাদেশে ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলাধীন দেওপাড়া গ্রাম একটি মডেল হিসেবে পরিচিতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস