বিদ্যলয়টি দেওপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে ভাবনদত্ত গ্রামে অবস্থিত ।বিদ্যালয়টি ১৯৩৮ খ্রি.প্রতিষ্ঠিত ও ১৯৭৩ সালে জাতীয় করন কৃত । মোট জমির পরিমান ৪৫ শতাংশ। বিদ্যলয়টি A গ্রেডের ও পর্যাপ্ত শ্রেণিক্ক্ষ ও আসবাব পত্রের অভাবে দুই সিফটে পরিচালিত ।
স্থানীয় শিক্ষক মো.আ.জলিল সিদ্দিকী এর উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে এবং সহযোগিতায় জমিদাতা মো.মোখলেছুর রহমান সিদ্দিকী এর জমি দানের মাধ্যমে বিদ্যালয়টিকে ১৯৩৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । শুরুতে ৫০০ টাকায় ক্রয়কৃত একটি ২৫ হাত টিনের ঘরে ক্লাস এবং অফিস পরিচালিত হত ।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য;
ক্রমিক নং নাম পদবী
1 মো.বদউজ্জামান সিদ্দিকী বাদল সভাপতি
2 মো.আবু সাইদ সিদ্দিকী সহ সভাপতি
3 কাজী নওসের আলী সদস্য
4 মো.আ.জলিল সদস্য
5 মো.জাহাঙ্গির হোসেন সদস্য
6 মো.হাবিবুর রহমান সদস্য
7 নাজমা বেগম সদস্য
8 শ্রী সান্তনা রানী সদস্য
9 কহিনুর বেগম সদস্য
10 মো.ইয়াসার হোসেন সিদ্দিকী সদস্য
11 মো.ফারুখ হোসেন সদস্য সচিব
বিগত 5 বছরের সমাপনী পরীক্ষার ফলাফল
সাল | DR ভুক্তি | অনুপস্থিত | উপস্থিত | পাস | ফেল | পাসেরহার | বৃত্তি |
2009 | 42 | 0 | 42 | 38 | 4 | 90 | 1 |
2010 | 38 | 0 | 38 | 38 | 0 | 100 | 0 |
2011 | 43 | 0 | 43 | 43 | 0 | 100 | 0 |
2012 | 58 | 2 | 56 | 55 | 1 | 98 | 1 |
2013 | 56 | 3 | 53 | 53 | 0 | 100 | 0 |
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ :২০০৮ সালে সাধারন (ছেলে )
২০০৯ সালে সাধারন (মেয়ে )
২০১২ সালে সাধারন (মেয়ে)
অর্জন:2002 সালে বিদ্যালয়টি ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়।
ভবিষৎ পরিকল্পনা :বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করা ।
যোগাযোগ :প্রধান শিক্ষক
64নং ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘাটাইল,টাংগাইল।
মেধাবৗ ছাত্রবৃন্দ :কবির,সবুজ,অন্তি,লাকি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস