টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ৮নং দেওপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামে অবস্থিত আধাপাকা ও কাচা ৪টি ঘর নিয়ে দেওপাড়া বাহরুননেছা দাখিল মাদ্রাসা।
১৯৮৬ সনের জানুয়ারি মাসে মুরহুম আজিম উদ্দিন সুপার আলহাজ মোঃ আঃ কাদের এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় লাল মাটির পাহাড় অধ্যশিত গরীব অশিক্ষিত জন সাধারনের মাঝে ধর্মীয় এবং বিজ্ঞান বিত্তিক শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে জনগনের দেয়া ধান, চাল, বাশ ইত্যাদি অনুদান এবং স্থানীয় হাট বাজার থেকে আদায় কৃত অর্থে গড়ে উঠে আজকের এই ঐতিহ্য বাহী মাদ্রাসা।
ম্যানেজিং কমিটি গঠন প্রকৃয়া নির্বাচিত সদস্য সংখ্যা ১১, মহিলা সদস্য সংখ্যা ২। অনুমোদনের তারিখ: ০১-১২-২০১২ইং, মেয়াদ উত্তীর্নের তাং: ৩১-১১-২০১৪
ক্রঃ নং | সদস্যদের নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | পেশা | মোবাইল নম্বর |
০১ | মোঃ শামছুল হক | সভাপতি | ৮ম | ব্যবসা | ০১৭২৬১৪২৯৪১ |
০২ | মোঃ ফজলুল করিম | সম্পাদক সচিব | কামিল | চাকুরী | ০১৭১৪৪১৩৮৪০ |
০৩ | মোঃ আঃ কদ্দুছ | সদস্য | ৮ম | ব্যবসা | ০১৭৬২২৫১৪২০ |
০৪ | মোঃ আঃ কাদের | সদস্য | এসএসসি | ব্যবসা | ০১৭২১০৮৩২৮৮ |
০৫ | মোঃ মুক্তার আলী | সদস্য | ৮ম | ব্যবসা | ০১৮১২১৩৬৯২৭ |
০৬ | রাব্বি তাং | সদস্য | এসএসসি | ব্যবসা | ০১৭১৪৭৮৪১৯৮ |
০৭ | ইউসুফ আলী | সদস্য | ৮ম | ব্যবসা | ০১৭১২৮৯৪০০৮ |
০৮ | কহিনুর বেগম | সদস্য | ৮ম | গৃহিনী | ০১৭৬২২৪১০১৭ |
০৯ | মোঃ আঃ কাদের | শিক্ষক প্রতিনিধি | বিএসসি | চাকুরী | ০১৭৩৪০৫৫২৪৯ |
১০ | মোঃ ছোলায়মান | শিক্ষক প্রতিনিধি | বিএ | চাকুরী | ০১৭২৭৩৫১৩২৯ |
১১ | মাজেদা সিদ্দিকা | শিক্ষক প্রতিনিধি | বিএসসি | চাকুরী | ০১৭৩৮৩৬২২৬ |
সাল | মোট পরীক্ষাথী | মোট কৃতকার্য | মোট অকৃতকার্য | পাশের হার শতকরা (%) |
২০১০ | ৩৮ | ৩৮ | ০০ | ১০০% |
২০১১ | ৪৬ | ৩১ | ১৫ | ৬৭.৩৯% |
২০১২ | ৬১ | ৬১ | ০০ | ১০০% |
২০১৩ | ৫০ | ৩০ | ২০ | ৬০% |
২০১৪ | ৬৫ | ৬৩ | ০২ | ৯৬.৯২% |
তথ্য নাই।
স্থানীয় এলাকার কাংখিত শিক্ষার আলো বিস্তার এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাংখিত পাশের হার অর্জন।
জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্যে ও উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্য চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশ প্রেম এবং একিভূত শিক্ষা ও ধর্ম, বর্ন, গোত্র এবং নারী পুরুষের সমমর্যদার মাধ্যমে বিজ্ঞান মনিবকতায় উদ্বৃদ্ধ করা সহ শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে অবকাঠামো উন্নয়ন ও বৃদ্ধি করা।
০১৭১৪৪১৩৮৪০
টিটু, সুরাইয়া, ইলিয়াছ, রাব্বী ও মনির।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস