টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত গানজানা গ্রামে বংশাই নদীর তীরে ঘাটাইল সাগরদিঘী পাকা রাস্তার পার্শ্বে প্রকৃতির মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
অবস্থান গত দিক বিবেচনায় গানজানা গ্রামটিএকটি প্রত্যন্ত জনপদ। গ্রামটির পশ্চিম পার্শ্ব দিয়ে মধুপুরের গড় (পাহাড়) এবং সামান্য পূর্ব দিক দিয়ে জয়েনশাহী গড় (পাহাড়) উত্তর দক্ষিনে বিস্তার লাভ করিয়াছে। দুই দিক পাহাড় বেষ্টিত থাকায় অত্র জনপদে স্বাধীনতা পূর্ব সময়ে শিক্ষার আলো তেমন বিস্তার লাভ করে নাই। সেই সময়ে এই গ্রামেরই একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব আঃ গফুর ভূইয়া সাহেব অত্র গ্রামে তথা এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোর সুযোগ সৃষ্টির প্রয়াস হিসাবে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন এবং তাহার সিদ্ধান্তের কথা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব আঃ হাকিম খান, জনাব আঃ রশিদ মিয়া, জনাব নৈয়ম উদ্দিন সরকার সহ বেশ কিছু লোকজন ডেকে তাহার সিদ্ধান্তের কথা জানান। উক্ত বিষয় জানতে পেরে সকলেই বিদ্যালয় স্থাপনের বিষয়ে একমত পোষণ করেন এবং জনাব আঃ হাকিম খান সাহেব বিদ্যালয় স্থাপনের জন্য ৫০ শতাংশ জমি দান করা এজনাব আঃ গফুর ভূইয়া সাহেব গৃহ নির্মাণ করা এবং জনাবা রোকেয়া খানম আসবাবপত্র প্রদানের সিদ্ধান্ত জানান। অতঃপর ১৯৭০ খ্রিষ্টাব্দের শেষ দিকে বিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হয়। ১৯৭১ খ্রিষ্টাব্দের প্রথম দিতে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম ব্যহত হয় এবং ১৯৭২ খ্রিঃ জানুয়ারি মাসে জনাব আঃ গফুর ভূইয়া সাহেবকে প্রধান শিক্ষক করে ৪জন শিক্ষক বিদ্যালয়ের কার্যক্রম পুরুদমে শুরু করলেও কাগুজে জটিলতার কারনে ১৯৭৩ খ্রিঃ বিদ্যালয়টি জাতীয়করন হয় নাই। এইভাবে চলতে থাকা অবস্থায় ১৯৭৯ খ্রিঃ প্রতি থানায় একটি করে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন হয়। সেবারেও বিদ্যালয়টি জাতীয় করনের মুখ দেখে নাই। অতঃপর ১৯৮৬ খ্রিঃ তদানীন্তন সরকার প্রতি উপজেলা হইতে দুইটি করে প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন করার সিদ্ধান্ত গ্রহন করেন। অত্র বিদ্যালয়টি উপজেলা শিক্ষা কমিটি তথা উপজেলা পরিষদের বিবেচনায় জাতীয় করনে উপযুক্ত বিবেচিত হয় এবং জাতীয় করনের সুপারিশসহ জেলা শিক্ষা কমিটিতে প্রেরণ করেন। কিন্তু দুঃখের বিষয় কোন অদৃশ্য শক্তির হস্তক্ষেপে অত্র নথিটি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য উপজেলা পরিষদে ফেরৎ পাঠান। উপজেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি পুনরায় মুল্যায়ন পূর্বক অত্র গানজানা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় করনের জন্য সিদ্ধান্ত গ্রহণ পূর্বক জেলা কমিটির নিকট প্রেরন করেন। তারপরেও অত্র বিদ্যালয়টি জাতীয় করন বা সরকারি করন করা হয় নাই। এরপরও বিদ্যালয়টি নিয়মিত ভাবে প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশ মোতাবেক যথাযথ ভাবে পরিচালিত হইয়া আসিতেছে। পরিশেষে ২০১৩ খ্রিঃ ১লা জানুয়ারি তারিখে বিদ্যালয়টি জাতীয় করন হয়।
পরিচালনা কমিটির নাম | পদবী |
মোঃ মোস্তাফিজুর রহমান খান | সভাপতি |
মোঃ আঃ লতিফ ভূইয়া | সহ সভাপতি |
মমতাজ বেগম | সদস্য |
মোঃ জামাল হোসেন | সদস্য |
শিল্পী আক্তার | সদস্য |
ইয়াছমিন খানম | সদস্য |
স্বপ্না দেবী সরকার | সদস্য |
মোঃ তুলা মন্ডল | সদস্য |
মোঃ সাইফুল ইসলাম | সদস্য |
মোঃ মুক্তার আলী | সদস্য |
মোঃ শাহ আলম ভূইয়া | সদস্য সচিব |
সাল | পাশের হার (%) |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ৯৫% |
তথ্য নাই।
শতভাগ ভর্তি নিশ্চিত, ঝড়ে পড়ার হার কমানো, নারী শিক্ষার অগ্রগতি।
বিদ্যালয়টিকে ৮ম শ্রেণীতে উন্নীত করে একটি আদর্শ বিদ্যালয়কে পরিনত করা।
ঘাটাইল সাগরদিঘী রাস্তায়, ঘাটাইল উপজেলা সদর হইতে ১২ কিঃমিঃ পূর্বে।
হাছিনা আক্তার, ছালমা আক্তার, মফিজ, আশরাফ, জেরিন খান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস