বিদ্যালয়টি ঘাটাইল উপজেলার অন্তরগত ৮নং দেওপাড়া ইউনিয়নের বাদে আমজানী গ্রামের নামে প্রতিষ্ঠিত। এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তি বর্গ শিক্ষা বিস্তারের লক্ষে গ্রামের নাম অনুসারে ১৯৭২ ইং সনে প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়টি স্থানীয় জনগণের সহযোগীতায় শিক্ষা অনুরাগী ব্যক্তি বর্গ গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টি নামকরেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা কার্য্যাক্রম পরিচালিত হয়ে আসছে। ০১-০১-২০১৩ইং সনে ৯ই জানুয়ারিঢাকা বঙ্গবন্ধুর কন্য শেখ হাছিনা জাতীয় করন করেন।
ক্রঃ নং | নাম | পদবী |
০১ | মোঃ মোছলেম উদ্দিন | সভাপতি |
০২ | শুকুরমার দে | সহ সভাপতি |
০৩ | রুমা রানী সেন | সদস্য |
০৪ | মোঃ আঃ আলী | সদস্য |
০৫ | সুলতান মাহমুদ | সদস্য |
০৬ | হামিদা পারভীন | প্রতিনিধি |
০৭ | হারুন | সদস্য |
০৮ | আন্না | সদস্য |
০৯ | ইমান আলী | সদস্য |
১০ | মোঃ হারুন অর রশিদ তাং | সদস্যসচিব |
সাল | শতকরা হার (%) |
২০০৯ | ৯৪% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ৯৪% |
২০১৩ | ৭৫% |
তথ্য নাই
নারী শিক্ষার অগ্রগতি, শতভাগ ভর্তি, শতভাগ পাসের হার, ঝড়ে পড়ার হার কমেছে।
বিদ্যালয়টিতে মান সম্মত শিক্ষা প্রদান সহ, পাঠ্য ক্রমিক কার্যক্রম যথা যথভাবে বাস্তবায়ন নিশ্চিক কর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা সহ শিক্ষার গুনগত মান উত্তোরোত্তর বৃদ্ধি করা।
বাদে আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে আমজানী, একিন নগর, ঘাটাইল, টাঙ্গাইল।
মোঃ ইউনুছ তাং, মোঃ আসাদুল ইসলাম, দোলা আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস