১৯৩৮ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ইহা দ্বিতীয় তলা বিশিষ্ঠ ভবন। উপজেলা হতে ১৮ কিঃমিঃ দুরে অবস্থিত। ইহা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে অবস্থিত।
বিদ্যালয়টি ১৯৩৮ সনে প্রতিষ্ঠিত হয়। ইহা ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে বারইপাড়া গ্রামে অবস্থিত। গ্রামের নামানুসারে বিদ্যালয়টি নাম বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। ইহা দ্বিতীয় তলা বিশিষ্ঠ একটি ভবন। বিদ্যালয়টি উপজেলা হতে ১৮কিঃ মিঃ দূরে অবস্থিত।
বিদ্যালয়টিতে ১১ সদস্য বিশিষ্ঠ একটি পরিচালনা কমিটি রয়েছে। কমিটির সভাপতি জনাব মোঃ মালেক সাহেব।
সাল | ডি.আর ভুক্ত ছাত্র-ছাত্রী সংখ্যা | অনুপস্থিত সংখ্যা | পরীক্ষায় অংশ গ্রহন কারীর সংখ্যা | উর্ত্তীনের সংখ্যা | পাশের হার (%) |
২০০৯ | ৩৫ জন | ০৫ জন | ৩০ জন | ৩০ জন | ৭৩% |
২০১০ | ৪২ জন | ০২ জন | ৪০ জন | ৪০ জন | ১০০% |
২০১১ | ৩০ জন | -- | ৩০ জন | ৩০ জন | ১০০% |
২০১২ | ৪৯ জন | ০৪ জন | ৪৫ জন | ৪৫ জন | ১০০% |
২০১৩ | ৫০ জন | -- | ৫০ জন | ৫০ জন | ১০০% |
তথ্য নাই।
২০০৭ সালে ও ২০১৩ খ্রিঃ ২জন ছাত্র-ছাত্রী সঃ বৃত্তি প্রাপ্ত হয়েছে। বিদ্যালয়টিতে ২০১০ হতে ২০১৩ খ্রিঃ সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
বিদ্যালয়টি ভবিষ্যৎ একটি আদর্শ স্কুল হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবক সহ সকলে চেষ্টা করব।
বিদ্যালয় হতে উপজেলা এবং উপজেলা হতে বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা থাকায় যোগাযোগের সুব্যস্থা রয়েছে।
মোঃ জাহিদ, সোমাইয়া ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস