টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ৮নং দেওপাড়া ইউনিয়নের যুগিয়াটেংগর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। যাতায়াত ব্যবস্থা দূর্গম। পাহাড়ী এলাকা। বিদ্যালয়ের ৩ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন আছে যা মেরামত প্রয়োজন। ২ কক্ষ বিশিষ্ট ১টি আধা পাকা ভবন আছে যা সম্পূর্ণ জরাজীর্ণ। বিদ্যালয়েমেইন গেইট ও সীমানা প্রাচীর নেই। বিদ্যালয়ে ৬৩ জোড়া উচু-নিচু বেঞ্চ টেবিল, ৮টি চেয়ার ও ২টি আলমারী আছে। সামনে খোলা ময়দান এবং সবুজের সমারোহ।
১৯৩৮ সনে স্কুলটি মলাজানী নিবাসী মরহুম জব্বার সরকার কিছু লোক নিয়ে প্রতিষ্ঠা করেন। কিছুদিন চলার পর ওখানে জমি দিতে অপারগ হওয়ায় শরাসাক নিবাসী মরহুম জমির উদ্দিন সরকার কতিপয় গন্যমান্য লোকের সহযোগিতায় স্কুল ঘরটি ভেঙ্গে যুগিয়াটেংগর নয়ার হাটে রাখেন এবং মরহুম লেচু মিয়ার বাড়ির বাংলা ঘরে স্কুলের কার্যক্রম শুরু করেন। ১৯৪০ সনে শরাসাক নিবাসী রহিজ উদ্দিন তালুকদার এবং মোঃ সায়েদ আলী তালুকদার তাদের খরিদকৃত সম্পত্তি হতে যুগিয়াটেংগর মৌজার ১০৮নং দাগ থেকে ৫০ শতাংশ জমি সাব কবলা দলিল মুলে এই যুগিয়াটেংগর গ্রামে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা লাভ করে।
ক্রঃ নং | নাম | পদবী |
০১ | মোঃ আঃ মান্নান তালুকদার | সভাপতি |
০২ | মোঃ জুলহাস উদ্দিন | সহ সভাপতি |
০৩ | মোঃ ইমান আলী | সদস্য |
০৪ | মোঃ আঃ ছালাম | সদস্য |
০৫ | শ্রী দেবেন্দ্র চন্দ্র বর্মন | সদস্য |
০৬ | মোঃ আঃ গনি | সদস্য |
০৭ | মোছাঃ পারভীন আক্তার | সদস্য |
০৮ | মোছাঃ খালেদা আক্তার | সদস্য |
০৯ | মোছাঃ রাশিদা খাতুন | সদস্য |
১০ | শ্রী সুরঞ্জিত চন্দ্র | সদস্য |
১১ | আবুল কালাম | সদস্য |
১২ | মোঃ শফিকুল ইসলাম তালুকদার | সদস্য |
সাল | শতকরা হার (%) |
২০০৯ | ৮০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
২০১১ সনে সাধারন বৃত্তি পেয়েছে ২জন।
নারী শিক্ষার অগ্রগতি, শতভাগ ভর্তি, শতভাগ পাসের হার, ঝড়ে পড়ার হার কমেছে।
শতভাগ ভর্তি নিশ্চিত করা, নারীর ক্ষমতায়নে কাজ করা, ঝড়ে পড়ার হার ০% এ কমিয়ে আনা, শতভাগ পাশের হার ধরে রাখা, পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিশেষ পাঠদানের ব্যবস্থা করা।
যুগিয়াটেংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিয়াটেংগর, একিন নগর, ঘাটাইল, টাঙ্গাইল।
টিটু, সুরাইয়া, ইলিয়াছ, রাব্বী ও মনির।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস