বিদ্যালয়টি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া গ্রামে সুন্দর পাহাড়ি পরিবেশে ৩৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। এখানে ৩টি ভবন আছে। যার একটি ভবন পরিত্যক্ত, একটি ভবনের অবস্থা এমন খারাপ যে ছাদ দিয়ে পানি পরে। একটি ভবন ভাল। শ্রেণী কক্ষ ৫টি। শিক্ষক সংখ্যা ৬জন, বেঞ্চ ৪০ জোড়া যা প্রয়োজনের অর্ধেক। অন্যান্য আসবাব পত্র অগ্রতুল।
গ্রামের সর্ব সাধানের মাঝে শিক্ষার আলো বিতরনের জন্য ধনাচ্য ব্যক্তিদের সমন্বয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিবেরপাড়া গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নাম করন করা হয়। ১৯৭৪ সালে বিদ্যালয়টি সরকারি করন হয়।
ক্রঃ নং | নাম | পদব |
০১ | মোঃ বাহার উল্রা | সভাপতি |
০২ | মোঃ জয়নাল আবেদীন | সহ সভাপতি |
০৩ | মাহমুদা ইয়াছমিন | সদস্য |
০৪ | নারায়ন চন্দ্র সরকার | সদস্য |
০৫ | মোঃ আঃ ছবুর | সদস্য |
০৬ | সালমা আক্তার | সদস্য |
০৭ | লাকী আক্তার | সদস্য |
০৮ | মোঃ শুকুর মাহমুদ | সদস্য |
০৯ | মোঃ শেখ ফরিদ | সদস্য |
১০ | বাবু শংকর লাল ঘোষ | সদস্য |
১১ | পারভীন আক্তার | সদস্য |
১২ | মোঃ আজগর হোসেন খান | সদস্য সচিব |
সন | পাশের হাস |
২০০৭ | ৮৭% |
২০০৮ | ১০০% |
২০০৯ | ৮০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০০৩ সালে ০১জন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বর্তমানে বিদ্যালয়টিতে পাশের হার শতভাগ।
বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা শিক্ষকমন্ডলী দৃঢ় প্রতিজ্ঞ।
শিবেরপাড়া, দেওপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস