টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ৮নং দেওপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামে অবস্থিত পাকা আধাপাকা ও কাচা ১৭টি কক্ষ বিশিষ্ট গৃহ নিয়ে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়।
১৯৭৫ সনের জানুয়ারি মাসে স্থানীয় বেকার যুবকদের প্রচেষ্টায় লাল মাটির পাহাড় অধ্যশিত গরীব অশিক্ষিত জন সাধারনের মাঝে শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে জন গনের দেয়া ধান, চাল, বাশ ইত্যাদি অনুদান এবং স্থানীয় হাট, খেয়াঘাট ইত্যাদি থেকে আদায়কৃত অর্থে গড়ে উঠে আজকের এই ঐতিহ্যবাহী বিদ্যামান।
৬ষ্ঠ শ্রেণী- ছাত্র: ১০৮, ছাত্রী: ১২৮, মোট= ২৩৬। ৭ম শ্রেণী- ছাত্র: ১৩০, ছাত্রী: ১২১, মোট= ২৫১। ৮ম শ্রেণী- ছাত্র: ৮৮, ছাত্রী: ৫৬, মোট= ১৪৪। ৯ম শ্রেণী- ছাত্র: ৭২, ছাত্রী: ৪১, মোট= ১১৩। ১০ম শ্রেণী- ছাত্র: ৭৪, ছাত্রী: ৩৪, মোট= ১০৮।
ম্যানিজং কমিটি গঠন প্রকৃয়া নির্বাচিত
সদস্য সংখ্যা: ১২জন. মহিলা সদস্য সংখ্যাঃ ২
অনুমোদনের তারিখ: ১২-১০-২০১৩
মেয়াদ উত্তীনের তারিখ: ১১-১০-১৫
সাল |
মোট পরীক্ষার্থীর সংখ্যা |
পাশের সংখ্যা |
পাশের হার (%) |
২০১০ |
৭৯ |
৬৭ |
৮৫% |
২০১১ |
৯৫ |
৬৩ |
৬৬% |
২০১২ |
৯৯ |
৮৬ |
৮৬% |
২০১৩ |
৬৬ |
৬৫ |
৯৮% |
২০১৪ |
১৯৯ |
১১৫ |
৯৭% |
তথ্য নাই।
স্থাণীয় ক্রপকায় কাঙ্খিত শিক্ষার আলো বিস্তানুরে এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাঙ্খিত পাশের হার অর্জন।
জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্যে ও উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক াো মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্য চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং একিবূত শিক্ষার মাধ্যমে বিজ্ঞান সম্পর্কতায় উৎবুদ্ধ করা সহ শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে অবকাঠামো উন্নয়ন ও বৃদ্ধি করা।
০১৭১২৫২১৭৪২
তথ্য নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস