হরিনাচালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা হইতে ১৭ কিঃমিঃ দুরে ৮নং দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ী অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোরম পরিবেশে দরিদ্র অশিক্ষিত এলাকার ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সাল হইতে ১৯৯৭ সাল পর্যন্ত স্বপ্লব্যায়ী গ্রামীন প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৯৮ সাল হইতে ২০১১ইং জুন পর্যন্ত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত হয়। ২০১১ সালের ১লা জুলাই থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হইয়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়ে আসছে। ২০০৮ সালে ঘাটাইল সেনানিবাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এর সহযোগীতায় একই দাগের ও এবং চৌরাশা মৌজার কিছু অংশ নিয়ে পুনঃ প্রতিষ্ঠিত করা হয়।সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ।
হরিনাচালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা হইতে ১৭ কিঃমিঃ দুরে ৮নং দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ী অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোরম পরিবেশে দরিদ্র অশিক্ষিত এলাকার ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সাল উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ মাধ্যমে পুর্নাঙ্গ ভাবে বিদ্যালয়টি পরিচালিত হইয়া আছে। ২০০৮ সালে ঘাটাইল সেনানিবাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এর সহযোগীতায় একই দাগের ও এবং চৌরাশা মৌজার কিছু অংশ নিয়ে পুনঃ প্রতিষ্ঠিত করা হয়। ২০১১ সালের ১লা জুলাই থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। বর্তমানে রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়ে আসছে। রেজিস্ট্রেশন নং- ১০৪২/৯। বিদ্যালয়ে বর্তমানে ৪জন শিক্ষক কর্মরত আছেন। মোঃ ইয়াছিন আলী, মোঃ আফাজ উদ্দিন, মোঃ মফিজ উদ্দিন, দাতাকৃত: ৪৫ শতাংশ জায়গার উপরে স্থানীয় লোকদের প্রচেষ্ঠায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১ শিফটে পরিচালিত। ১-১-২০১৩সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
ক্রঃ নং | নাম | পদবী |
০১ | মোঃ আঃ ছোবহান | সভাপতি |
০২ | মোছাঃ আমিনা বেগম | সহ সভাপতি |
০৩ | মোঃ ইন্তাজ আলী | সদস্য |
০৪ | মোছাঃ অমেলা বেগম | সদস্য |
০৫ | মোছাঃ নাছিমা বেগম | সদস্য |
০৬ | মোছাঃ আছিয়া বেগম | সদস্য |
০৭ | মোঃ সেলিম মিয়া | সদস্য |
০৮ | মির্জা দলিল | সদস্য |
০৯ | মোঃ হোসেন আলী | ইউপি. সদস্য |
১০ | মোঃ লুৎফর রহমান | উচ্চ বিদ্যালয় শিক্ষক সদস্য |
১১ | সখিনা খাতুন | শিক্ষক প্রতিনিধি |
১২ | আবুল কালাম আজাদ খান | সদস্য সচিব (প্রধান শিক্ষক) |
সাল | শতকরা হার (%) |
২০০৯ | ৮৬% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
তথ্য নাই
নারী শিক্ষার ও সাক্ষরতার হার বৃদ্ধি করা। অগ্রগতি, শতভাগ ভর্তি নিশ্চিত।
শিক্ষার গুনগত মান উন্নিয়ন, পাঠ্য পুস্তকের পাশাপাশি শিশুদের প্রতিভার বিকাশ সাধন।
হরিনাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোঃ মাইধারচালা, ৮নং দেওপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল।
৫ম শ্রেণী: শিউলি, বিথী, স্বপন, স্বপ্না খাতুন, ফাতেমা।
৪র্থ শ্রেণী: শান্ত, খাদিজা, তানিয়া, সৈকত, তারিকুল।
৩য় শ্রেণী: মির্জা রিমন, মেহেদী হাসান, আছিয়া, আলিম, কাকুলি।
২য় শ্রেণী: বৃষ্টি, সিফাত, আখি, আছিয়া, ইউসুফ।
১ম শ্রেণী: জান্নাতুল, আমিনা, নাহিদ, ফাতেমা, হেলাল।
শিশু শ্রেণী: সিয়াম, নাঈম, মিনাল, নাঈম, জিহাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস