বিদ্যালয়টি ১৯৩৮ খ্রিঃ স্থাপিত হয়। বিদ্যালয়টি ১টি পাকা ভবন ও ১টি টিন সেটভবন আছে।
বিদ্যালয়টি ১৯৩৮ সালে মোঃ আঃ হামিদ তাং সাহেবের প্রেরনায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়টি স্থাপিত হয়।
১১ সদস্য বিশিষ্ট্য কমিটি, বর্তমান সভাপতি আব্দুল হালিম তালুকদার।
সাল | পরীক্ষার্থী | পাশ |
২০০৯ | ৩৫ জন | ৩৯ জন |
২০১০ | ৩৫ জন | ৩৭ জন |
২০১১ | ৫৪ জন | ৫৪ জন |
২০১২ | ৫৩ জন | ৬১জন |
২০১৩ | ৪৮ জন | ৫১জন |
তথ্য নাই।
২০১৩ সালে দেশাত্বক বোধক গানে ঘাটাইল উপজেলায় চ্যাম্পিয়ান, বঙ্গমাতা এবং বঙ্গপিতা ফুটবল টুর্নামেন্ট এ ইউনিয়ন চ্যাম্পিয়ন।
ঘাটাইল উপজেলায় একটি আদর্শ ও মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
কালিহাতী উপজেলা সদর হতে ১০ কিঃমিঃ পূর্ব দিকে সি.এস.জি মাধ্যমে।
মোঃ জাহিদ, সোমাইয়া ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস