Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে দেওপাড়া ইউনিয়ন

 

দেওপাড়াই উনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানেরপরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছেমাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ওতিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকারউল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এজেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা(বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদিফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলাজাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।

 

সীমানাঃ ঘাটাইল উপজেরা সদর হইতে প্রায় ২০ কিঃমিঃ পূর্ব-দক্ষিণে দেওপাড়াগ্রামে ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত। যার দক্ষিণে কালিহাতীউপজেলার বীরবাসিন্দাইউনিয়ন, পশ্চিমে দিগড়ইউনিয়ন, উত্তরে সন্ধানপুরইউনিয়ন, পূর্বে ধলাপাড়াইউনিয়নঅবস্থিত।

 

আয়তনঃ প্রায় ৩৭.৫০বর্গ কিলোমিটার।

গ্রাম সংখ্যাঃ ৪৪টি, মৌজাঃ ৪৩টি।

মোট জনসংখ্যাঃ২৭,৪৩৭ জন

খানার সংখ্যাঃ৬,৫৩০টি।